শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ |
আর কি বা দিতে পারি
পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেষা বেলুনগাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডডেনড্রন |
তোমায় দিলাম আজ
কি আছে আর
গভীর রাতের নেওন আলোয়
আলোকিত যত রেস্তোরাঁ আর
সব থেকে উচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উচু ছাদ
তোমায় দিলাম আজ |
পারবোনা দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাতভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিসেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ |
শহরের কবিতার ছবি
সব-ই
তোমায় দিলাম আজ |
তোমায় দিলাম |
তোমায় দিলাম |
তোমায় দিলাম |
(Lyrics of a Mohiner Ghoraguli song "Tomaay Dilaam")
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ |
আর কি বা দিতে পারি
পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেষা বেলুনগাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডডেনড্রন |
তোমায় দিলাম আজ
কি আছে আর
গভীর রাতের নেওন আলোয়
আলোকিত যত রেস্তোরাঁ আর
সব থেকে উচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উচু ছাদ
তোমায় দিলাম আজ |
পারবোনা দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাতভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিসেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ |
শহরের কবিতার ছবি
সব-ই
তোমায় দিলাম আজ |
তোমায় দিলাম |
তোমায় দিলাম |
তোমায় দিলাম |
(Lyrics of a Mohiner Ghoraguli song "Tomaay Dilaam")
No comments:
Post a Comment