May 29, 2017

Translating Tagore. Again.

চিত্ত যেথা ভয়শূন্য
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়–
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,
পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা–
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।

– রবীন্দ্রনাথ ঠাকুর (নৈবেদ্য  হতে সংগ্রহীত)

My translation:

Where the mind is fearless, the head held high    
And knowledge, free. Where this earth
Is not broken, day and night,
Part by part, by walls. Where the heart 
Shapes speech. Directed human action,
Seeking fulfilment across nations,
In all directions take flight.
Where the petty sands of habit
Do not engulf reason’s streams
Humanity not shattered into tiny bits.
Where you, night and day,
Shape thought, work and play;
Be unsparing, my Lord -- and strike!
To awaken India into that paradise.


No comments:

Post a Comment