বাড়ব না আমি আর |
ছায়াহীন, নিজের ছায়ার
ছায়াহীন, নিজের ছায়ার
থেকে পালাবো না আমি |
তাই আমি শুধু খেলি |
ভুল করবো না আমি আর |
কেউ নেই, আমি যার |
কাউকে কষ্ট দেবো না
আমি আর |
আমি পরাজয় - যখন সে জানে
আর কিছুই হবে না, কষ্ট সহ্য করে |
যে জীবন তোমার গেছে চলে ,
সে আসবে না আর কোনো কাজে |
তাই তুমি আছ মেতে, নিজের নাচে |
আর অন্যরকম হবো না
তাই আমি শুধু খেলি |
ভুল করবো না আমি আর |
কেউ নেই, আমি যার |
কাউকে কষ্ট দেবো না
আমি আর |
আমি পরাজয় - যখন সে জানে
আর কিছুই হবে না, কষ্ট সহ্য করে |
যে জীবন তোমার গেছে চলে ,
সে আসবে না আর কোনো কাজে |
তাই তুমি আছ মেতে, নিজের নাচে |
আর অন্যরকম হবো না
আমি কোনোদিনো |
আমায় ভালোবাসো |My translation of a section from Anthem for Cecilia's Day by W. H. Auden (see previous post)